হঠাৎ বন থেকে লোকালয়ে ঢুকে পড়ল বড় হাতি, চালালো বড় তা-ন্ড-ব, ঘটলো বি-প’ত্তি, তু-মু’ল ভাইরাল ভিডিও!

মানুষ পশু প্রেমী হয় একথা আমরা প্রত্যেকে জানি । তাইতো আমাদের বাড়িতে কুকুর বিড়াল ছাগল ইত্যাদি পশুপাখিদের কে পুষে রাখতে দেখা যায় ।কিন্তু ভারতবর্ষের অন্য জায়গা অর্থাৎ তামিলনাড়ুর দিকে যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন সেখানে হাতিদের উপর বিশেষভাবে যত্ন নেওয়া হয় ।
এবং বিশ্বাসের অপর নাম সেখানে হাতি। হাতি নামটা শুনলে গা ছমছম করে উঠছে নিশ্চয়ই। কারণ সর্বশক্তিমান সম্পন্ন এই প্রাণীটি কোন কারনে একবার রেগে গেলে বা ক্ষে-পে গেলে তার ভয়া-বহ-তা ঠিক কতখানি হতে পারে তা আমরা প্রত্যেকে জানি।
এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে জঙ্গল পরিবেষ্টিত গ্রামে হাতির দাপটে মারা গেছে বহু গ্রামবাসী ।ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি । তার পাশাপাশি এটাও দেখা গেছে যে বেকায়দায় ভাবে ফেঁসে যাওয়া ট্রাককে শক্তির সাহায্যে পুনরায় তুলে আনতে সাহায্য করেছে অর্থাৎ এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে ।
প্রতিদিনকার একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে আমরা মাঝে মধ্যে গভীর জঙ্গলে পাহাড়ে বা সমুদ্রে পাড়ি দিয়ে থাকি । সেখানকার রোমাঞ্চকর অনুভূতি গুলো আমাদেরকে বারবার আকৃষ্ট করে ।
তাইতো বছরে কোন একটি নির্দিষ্ট সময়ে ব্যাগ প্যাক করে সমস্ত রকম পিছুটান কে পিছনে ফেলে বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্যে । তবে অনেকেই জঙ্গল বেশি ভালোবাসেন । কারণ সেখানে একটা রোমাঞ্চকর অনুভূতি থেকে থাকে আর জঙ্গলে কথা বললেই প্রথমেই বাঘ ভালুক হাতি এদের কথা মাথায় আসে ।
সম্প্রতি এমনই একটি হাতির চিত্র দেখা গেল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে জঙ্গল পরিবেষ্টিত একটি রাস্তার মাঝে হঠাৎ করেই দেখা মিলল প্রকাণ্ড দামাল একটি হাতির ।
না সে কাউকে ক্ষতি করেনি । সে খুব সম্ভবত খাবারের অপেক্ষার জন্য রাস্তায় অপেক্ষা করছিল । রাস্তার দুই দিক থেকে আসা গাড়িগুলি তাকে দেখে থেমে যায় ।
তারপরে নিজে নিজে জঙ্গল উদ্দেশ্যে আবার রওনা দেয় সেই হাতিটি । ইতিমধ্যে ভিডিওটির ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে । তার পাশাপাশি ছড়িয়ে পড়েছে সর্বত্র । তবে এটি কোন জায়গার ভিডিও তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে কেরন কিংবা তামিলনাড়ু অঞ্চলের ভিডিও হতে পারে ।