লিফটের মধ্যেই বয়ফ্রেন্ডের সঙ্গে অ-শা-লী’ন আচরণ যুবতীর, লিফটের ক্যামেরায় হলো ভিডিও, ভাইরাল ভিডিও!

দেখুন আমরা উন্নত হয়েছে অনেকখানি সেই অর্থে বাজারে এসেছে আধুনিক যন্ত্রপাতি । এবং সেই সমস্ত যন্ত্রপাতিগুলো আসার জন্য আমাদের কাজ ছোট হয়ে গেছে অনেকখানি। সময় হাতের মুঠোর মধ্যে চলে এসেছে ।
তার পাশাপাশি অনেকখানি কষ্ট কমে এসেছে । যেমন ধরুন লিফটের কথা। কোন বহুতলে আগে উঠতে গেলে সিঁড়ির ব্যবহার করতে হত । এবং অনেকখানি সিঁড়ি অতিক্রম করার পর হাঁটুতে ব্যথা হয়ে যেত ।
প্রতিনিয়ত এই কাজটি করার পর একসময় সেই ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে উঠত কিন্তু বর্তমানে তেমন টা হয় না। বর্তমানে মানুষ এতটাই উন্নত হয়েছে যে হারিয়ে ফেলেছে তারা তাদের বোধবুদ্ধি । কারণ আমরা সবটা জেনেও না জানার ভান করি ।
যেহেতু বহুতলে উঠতে গেলে এখন লিফটের ব্যবহার করা হয় এবং এই লিফট একটি আবদ্ধজায়গা তে থেকে থাকে তাই আমরা ভাবি যে সেখানে যা খুশি করা যেতেই পারে বাইরের লোক সে বিষয়ে জানতে পারবে না ।
কিন্তু আমরা এ বিষয়ে জেনেও অজানা থাকি যে লিফটের মধ্যে থাকে সিসিটিভি ক্যামেরা এবং সে ক্যামেরা নিরাপত্তা রক্ষার জন্য কোন দুর্ঘটনা থেকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত করা হয় । কিন্তু সেই সমস্ত ক্যামেরাতে মাঝেমধ্যে ধরা পড়ে এমন কিছু ধরনের ঘটনা যা সত্যি অবাক করে দেয় আমাদেরকে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে অনেকগুলি লিফটের ঘটনাকে একত্রিত করা হয়েছে। তবে যে ভিডিওটি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটি হল যে দেখা যাচ্ছে একটি ফাঁকা লিফটের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে উপস্থিত হয় । কোন কারণে ছেলেটি হয়তো মেয়েটিকে হুমকি দিচ্ছিল প্রতিনিয়ত ।
লিফটের দরজা বন্ধ হবার আগেই সেই ছেলেটির রীতিমত তাকে শারীরিকভাবে অত্যা-চার করতে শুরু করতে দেয় । তখনই লিফটের মধ্যে চলে আসে অন্য আরেকটি মহিলা এবং তিনি এটি সব দেখে ফেলাই যার ফলে একটি ইতস্তত পরিবেশের সৃষ্টি হয়
এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই ছেলের কবল থেকে রেহাই পাওয়ার জন্য মেয়েটি ছেড়ে পালিয়ে যায় । সেই দেখে পরবর্তীকালে উপস্থিত মহিলা টি ই ছেড়ে পালিয়ে যায় । ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছেন নেটর মাধ্যমে।