বাচ্চা ও মহিলাটিকে একা পেয়ে যা করলো চোরটি, ভাইরাল হলো ভিডিও!

সোশ্যাল মিডিয়ার ধরুন আমরা বিভিন্ন প্রা-ন্তের বিশ্বের খবর নিমি-ষে-র মধ্যে পেয়ে থাকি বলে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অধিকাংশই ভরসা করে থাকে সোশ্যাল মিডিয়ার উপর । শুধুমাত্র এখনকার প্র-জ-ন্ম ছেলে মেয়ে বললে ভুল হবে ।
তার পাশাপাশি আমাদের আগের প্রজন্ম আমাদের বাবা-মা রা বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার ওপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে উঠছে । এবং এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সামাজিক রাজনৈতিক খবর পেয়ে থাকে বলে প্রতিদিনই বেড়ে চলেছে তার জনপ্রিয়তা।
সোশ্যাল মিডিয়ার হাত ধরেই বিভিন্ন খবর ছবি ভিডিও আমরা দেখে থাকি যার থেকে আমাদের শিক্ষা হয় । কখনো সেই সমস্ত ভিডিও থেকে আনন্দ নি । আবার কখনো আবেগে ভাসি ঠিক সেরকমই একটি ঘ-ট-না ঘ-ট-ল যেটি দেখলে আপনার চ-ক্ষু চ-ড়ক-গা-ছ করে দেবে ।
দিনের আলোয় রাস্তাতে সোনার চে-ন চু-রি হলো । কিন্তু চু-রি করল এক অভিনব পদ্ধতিতে।সম্প্রতি যে ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এক মহিলা স্কুটিতে করে তার বাচ্চাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে র-ও-না দিচ্ছিল ।
এবং তিনি যে রাস্তার মধ্যে দিয়ে র-ও-না দিচ্ছি সেখানে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা । জনবহুল এলাকায় দিনের বেলাতে এভাবে যে চু-রি হতে পারে তা আগে থেকে কেউ ক-ল্প-না করতে পারেনি ।
ভিডিওতে দেখা যাচ্ছে যে এক বা-ই-ক আ-রো-হী ওই মহিলার কাছে এসে তার গলা থেকে ছি-নি-য়ে নিয়ে চলে যায় তার সোনার চেন । এই অবস্থাতে সেই মহিলা দাড়িয়ে দে-খা ছা-ড়া আর কোনো উপায় ছিল না । এ ধরনের ঘটনা হয়তো আমাদের আশেপাশে প্রতিনিয়ত কখনো আবার আমাদের সাথে ঘটে চলে ।তাই সা-ব-ধা-ন থাকা অত্যন্ত জরুরী ।