অবশেষে ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করছেন আনুশকা

সময়ের সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী তেলুগু সিনেমায় নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে আনুশকা শেঠি অন্যতম। বিভিন্ন কারনে বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন।
ফের আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি, সিনেমাপাড়ায় গুঞ্জন চলছে, কোনো অভিনেতা নয়। আনুশকা জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন ভারতের সাবেক একজন ক্রিকেটারকে। কে সেই ক্রিকেটার তা জানা যায়নি।
অভিনেত্রীর তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যও আসেনি। এর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সেকথা স্বীকার করেননি তারা কেউ। তাদের আংটি বদলের সংবাদও প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
তবে শেষ পর্যন্ত সবই ভুল তথ্য হিসেবে প্রমাণ হয়েছে। প্রসঙ্গত, আনুশকা ২০০৫ সালে একটি তেলেগু ছবি সুপার দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি অসংখ্য উচ্চ-বাজেট সম্পন্ন ছবিতে কাজের সুবাদে নিজেকে তেলুগু চলচ্চিত্রে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।