১৮ বছরে পা রাখার দিনে মেয়েকে যে কথা মনে রাখতে বললেন শাহরুখ খান

মাত্র ১ দিন আগেই ১৮ বছরে পা দিলেন বলিউড নায়ক শাহরুখ কন্যা সুহানা। তার জন্মদিনের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আসতে থাকে।
কিন্তু বাবা শাহরুখ সোশ্যাল মিডিয়ায় সুহানাকে নিয়ে দিলেন অন্যরকম একটি পোস্ট। ১৮ বছরে পা রাখার দিনে মেয়েকে কিছু কথা মনে রাখতে বললেন শাহরুখ খান। এ নিয়ে তার পোষ্ট হলো..
শাহরুখ লিখেছেন, ‘ আমি জানি- সব মেয়েদের মত, তুমিও উড়তে চাও। এখন থেকে তুমি আইনতভাবে সবকিছু করতে পারো যা তুমি ১৬ বছর বয়স থেকে করবে বলে ভেবে রেখেছিলে। লাভ ইউ।’
এই পোস্টের সঙ্গে সুহানার ফ্লাইং পোজে ছবিও দিয়েছেন তিনি। সুহানার ওই ছবির পেছনে রয়েছে সমুদ্র এবং মাথার ওপর রয়েছে আকাশ। এমটিনিউজ২৪.কম/