দিঘার সৈকতে ভেসে এল কয়েক হাজার বিরল প্রজাতির ‘মাছ’, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে

দিঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি মাছের মতো কোনও জীব। এনিয়ে চাঞ্চল্য ছড়াল মত্সজীবী ও এলাকার মানুষের মধ্যে। মাছের মতো দেখতে কয়েক হাজার ওইসব প্রাণীকে দেখে মত্সজীবীদের অনেকেই বলেন, এগুলি মাছ নয়।
এমন মাছ তারা কোনও দিন দেখেননি। অবাক স্থানীয়রাও। কেউ বলছে মাছ নয়, সামুদ্রিক ব্যাঙ। আসলে ওইসব প্রাণীগুলি কী তা জানাতে খবর দেওয়া হয় মত্স বিশেষজ্ঞদের।
স্থানীয়দের দাবি, সোমবার সকাল ১১টা নাগাদ মত্সজীবীদের জালে ধরা পড়ে ওইসব প্রাণী। অনুমান করা হচ্ছে জালে ধরা পড়ার পর প্রাণীগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন সৈকতে(Digha Beach) এসে হাজির হওয়া এইসব প্রাণী পচে গিয়ে দূষণ ছড়াতে পারে। তাই কে বা কারা এদের মেরেছে তা যেমন জানার চেষ্টা উচিত তেমনি এইসব প্রাণীগুলিকে দ্রুত পুঁতে ফেলা উচিত।