শাহেন শাহ ছবিতে ব্যস্ত শাকিব মম শিউলি

বিনোদন প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- প্রথমবারের মতো জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
এই জুটির নতুন ছবির নাম শাহেন শাহ। এটি নির্মাণ করছেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনি। ছবিটিতে ফারিয়া ছাড়াও আরেক নবাগত নায়িকা রোদেলা জান্নাত কে দেখা যাবে। এই ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন মম শিউলি।
ঢাকাই চলচ্চিত্রে ২০০৯ সালে অভিনয় শুরু করেন মম শিউলি। ইতিপূর্বে এই অভিনেত্রী শিকারী, অহংকার, চালবাজ ছবিতে অভিনয় করেছেন।
এছাড়াও বেশ কিছু নাটক ও ছবিতে দেখা গেছে তাকে। মম সাধারনত ছবিতে মা-ভাবি চরিত্রে অভিনয় করছেন। সামনে নেগেটিব চরিত্রে রূপদান করার ইচ্ছা আছে তার।
শাহেন শাহ ছবিটির এরই মধ্যে গান সহ বেশ কিছু সিক্যুয়েন্স এর দৃশ্যায়ন সম্পূর্ণ হয়েছে। শাপলা মিডিয়া প্রযোজািত এই ছবিত মম শিউলি কে দেখা যাবে নায়িকার মায়ের চরিত্রে।
বর্তমানে এই ছবিটির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।শাহেন শাহ ছবিতে শাকিব, ফারিয়া, রোদেলা, মম শিউলি ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, এক সময়ের সাড়া জাগানো নায়ক উজ্জল ও তারিক আনাম খান।