অকালে চলে গেলেন এআইজি সাঈদ তারিকুল, দুই মে’য়ের সাথে ছবি কেবলই স্মৃ’তি

পু’লিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অ’পারেশনস) সাঈদ তারিকুল হাসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা’রা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সাম’রিক হাসপাতা’লে (সিএমএইচ) স্থা’নান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
মৃ’ত্যুকালে তিনি মা, স্ত্রী’ আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর জে’লার সদর থা’নাধীন মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মু’সলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ম’রহু’ম আমিনুল ইস’লাম এবং মাতা মোর্শেদা খাতুন।
এআইজি সাঈদ ২০তম বিসিএস (পু’লিশ) ব্যাচে সহকারী পু’লিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পু’লিশে যোগদান করেন।কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জে’লার পু’লিশ সুপার হিসেবে অ’ত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ পু’লিশ সদরদপ্তরে অ’পারেশনস উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হয়েছেন এবং চারবার আইজিপি ব্যাজ পেয়েছেন।
পু’লিশ সদরদপ্তর জানায়, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজারবাগ পু’লিশ লাইন্সসের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ম’রহু’মের জানাজা অনুষ্ঠিত হবে।
তার অকাল মৃ’ত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পু’লিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।