সিরিজ চলা অবস্থায় মুশফিককে নতুন করে নোটিশ দিল বিসিবি

আশার আলো জ্বলে উঠেছিল মিটমটি করে। কিন্তু সেটা উজ্জ্বল করতে পারলেন না কেউ। বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শেষ অবধি সেটা টেনে নিতে পারলেন না কেউ।
সঙ্গে অধিনায়কত্বের ভুলভাল তো আছেই। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি।
বিশ্বকাপের পর দল মাঠে ফিরেছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তবে এই সিরিজের দলে নেই মুশফিক।টিম ম্যানেজমেন্ট নিয়ে অভিমানের সুরে
একাধিক গণমাধ্যমে কথা বলেছিলেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠান হয়েছে তাকে।