বডিগার্ডের ছেলেকে সিনেমায় আনছেন সালমান

নতুনদের সুযোগ করে দেয়ায় জুড়ি নেই বলিউড ভাইজান সালমান খানের। এবার তিনি সুযোগ করে
দিচ্ছেন নিজের ব্যক্তিগত বডিগার্ড শেরার ছেলে, ২২ বছর বয়সী টাইগারকে। যা বলিউড ইতিহাসে
অনন্য ইতিহাস। সালমানের সঙ্গে তার বডিগার্ডের যেন আত্মার সম্পর্ক।
ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তার সঙ্গে শেয়ার করেন সালমান। শেরারও বিভিন্ন সময়ে সালমানের পছন্দের জিনিস তাকে উপহার দিয়েছেন।
এর আগের এক জন্মদিনে সালমানের প্রিয় একটি বাইক উপহার দিয়েছিলেন এ বডিগার্ড। এবার হয়তো বড় উপহারটি সালমান দিতে যাচ্ছেন তার বডিগার্ডকে