রাঁধে নুসরাত খায় কে? যশকে রান্না করে খাওয়াতে ব্যস্ত অভিনেত্রী

বহুল চর্চিত জুটি যশরত। নুসরাতের গর্ভাবস্থা থেকে ছেলে জন্মানো পর্যন্ত প্রায় প্রতিদিনই লাইমলাইট
পেয়েছেন তিনি এবং যশ। জনগনকে হতভম্ব করিয়ে ছেলে যিশান য়ের বার্থ সার্টিফিকেটে উল্লেখ
করেছেন বাবা যশের নাম। কিন্তু যিশানের বাবা-মা কে এক ফ্রেমে পাওয়া যায় না বললেই চলে।
আর সেইজন্যেই তো যশরত ফ্যানক্লাব মুখিয়ে থাকে তাদের ছবির কোলাজ বানাতে। সম্প্রতি এমনই একটি কোলাজ পোস্ট করেছে যশ-নুসরাত-ফ্যানস নাম একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট।
সেখানে নুসরাতকে দেখা গিয়েছে শেফের ভূমিকায়। হাতে লম্বা খুন্তি, পরনে অ্যাপ্রণ আর চশমা চোখে ওভেনের জ্বলন্ত আঁচে কড়াইতে রান্না কষাচ্ছেন তিনি। অন্যদিকে পোস্টটি স্যোয়াইপ লেফ্ট করলেই দেখা যাচ্ছে যশকে।
সম্ভবত কমবয়সের যশ রেস্টুরেন্টে খাবারের প্লেটের সামনে বসে ভরামুখে পোজ দিচ্ছেন ক্যামেরাতে। ক্যাপশনে লেখা হয়েছে, “রান্না না খাওয়া? আপনার পছন্দ কোনটি?” বলা বাহুল্য ইতিমধ্যেই দারুন লাইক পড়েছে পোস্টটিতে।