ইশ! আজ যদি মা বেঁচে থাকতেন: দীঘি

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা দীঘি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার।
বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ নামে সিনেমা দিয়ে দীঘির অভিষেক হলো।
দেশের ২৫ টি সিনেমা হলে শুক্রবার (১২ মার্চ) এটি মুক্তি পেয়েছে। এদিকে, শুক্রবার বিকেলে এক সাক্ষাৎকারে
দীঘি বলেন, ইশ! মা যদি আজ বেঁচে থাকতেন, কতই না খুশী হতেন। মাকে মিস করছি। বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। নায়িকা হওয়ার অনুভূতি প্রকাশের মতো নয়।