নির্বাচিত হয়েই কথা রাখলেন চিত্রনায়ক ইমন

ঢাকাই সিনেমার রোমান্টিক নায়ক মামনুন ইমন। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় অনেক সিনেমা। বরাবরই কথা দিয়ে কথা রেখেছেন তিনি। শিল্পী সমিতির নেতা নির্বাচিত হয়ে আবারও সেটি প্রমাণ করলেন।
গত ২০ ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নেন চিত্রনায়ক মামনুন ইমন। এদিন সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে চিত্রনায়ক ইমনকে শপথবাক্য পাঠ করান
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিত্রনায়ক ইমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার দেয়া কথা অনুযায়ী ‘কফি মেশিন’ উপহার দেন।
সেসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা নিপুণসহ অনেকে। চিত্রনায়ক ইমন বলেন, নির্বাচনের আগে কথা দিয়েছিলাম এবার কথা রাখার পালা।
দেয়া কথা অনুযায়ী শিল্পীদের জন্য কফি মেশিন উপহার দিলাম। আশা করছি সবার সহযোগিতায় এবং প্যানেলের সাপোর্ট পেলে বাকি কথাগুলোকে বাস্তবায়ন করতে পারব।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের রেশ এখনো কাটেনি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্বে দুই প্রার্থী এখন উচ্চ আদালতে। তাদের আইনি লড়াই চলমান রয়েছে।