Breaking News
Home / ভারত / ভারতের অযোধ্যায় আধুনিক মসজিদের নকশা প্রকাশ

ভারতের অযোধ্যায় আধুনিক মসজিদের নকশা প্রকাশ

Advertisement

ভারতের অযোধ্যায় বাবরি ম’সজিদ ভে;ঙে ফেলে বিজেপি কর্মীরা, মামলার রায়ে অন্যত্র জায়গা দেয় ম’সজিদের জন্য। সেই ম’সজিদের নকশা প্রকাশ……. ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি ম’সজিদ ভে;ঙে ফেলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা।

Advertisement

এ ঘটনার জেরে ভারতজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। যাতে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়। দীর্ঘ প্রায় ২৭ বছর পর ২০১৯ সালের ৯ নভেম্বর দেশটির সুপ্রিম কোর্ট বাবরি মস’জিদ মামলার রায় ঘোষণা করেন। রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রামমন্দির নির্মাণের আদেশ দেন বিচারক।

একই সঙ্গে অযোধ্যাতেই বিকল্প কোন স্থানে মুসলিমদের জন্য মস’জিদ নির্মাণে ট্রাস্ট গঠন করে দেয়া হয়। রায়ে সন্তুষ্ট না হলেও বিক্ষোভ বা সহিংস কর্মসূচিতে যাননি দেশটির ইসলামিক নেতারা। তবে রায় ঘিরে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়।

এর মধ্যেই গত ৫ আগস্ট করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিস্থাপন করেন। এবার ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অযোধ্যার ধানিপুরে পাঁচ একর জমির উপর মসজি’দ নির্মাণের ব্লু-প্রিন্ট প্রকাশ করেছে ট্রাস্ট।

নকশা অনুযায়ী ম’সজিদের সাথে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। থাকবে একটি গ্রন্থাগার ও কমিউনিটি কিচেন।প্রকাশিত নকশা অনুযায়ী- ম’সজিদটির মাথায় বিশাল একটি গম্বুজ থাকলেও পাশ্চাত্য ধাঁচের নির্মাণশৈলী স্পষ্ট। মূল ভবনটিও আধুনিক স্থাপত্যের নিদর্শন। মস’জিদের সঙ্গে থাকছে পার্কিং ব্যবস্থা।

দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) অযোধ্যায় মস’জিদটি তৈরির দায়িত্বে রয়েছেন। প্রকল্পের দায়িত্বে থাকা স্থপতি অধ্যাপক এসএম আখতার বলেন, পুরো মস’জিদটি সৌরশক্তিচালিত হবে।

ভিতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে। মস’জিদের সাথেই থাকবে ৩০০ বেডের হাসপাতাল। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। আগামী ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মসজি’দটির নির্মাণকাজ উদ্বোধন করা হবে। তবে এখনও মস’জিদটির কোনো নামকরণ করা হয়নি।

আইআইসিএফ নিশ্চিত করেছে, কোনো রাজা-বাদশার নামে এটির নামকরণ করা হবে না। প্রকল্পের পরামর্শদাতা অধ্যাপক পুস্পেশ পান্ত বলছেন, সেখানে একটি জাদুঘর বা সংরক্ষণাগার থাকা জরুরি। যেখানে একজন কিউরেটর দায়িত্বে থাকবেন এবং ভারতের মুসলিম ঐতিহ্য এবং সংগ্রামের চিত্র সংরক্ষণ করা সম্ভব হবে।
সূত্র: এনডিটিভি

Advertisement

Check Also

দারুন সুখবর! ১ এপ্রিল থেকে দাম কমছে রান্নার গ্যাসের, জেনে নিন নতুন দাম

Advertisement তিনটি পেট্রোলিয়াম সংস্থা সমঝোতা করে এই রান্নার গ্যাসের দাম ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *