আলেম নয়, জা’লেম হয়েছোঃ মেয়র তাপসকে নুর

সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে দেশের আলেম-ওলামা সম্প্রদায়ের প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের ক’ড়া স’মা’লো’চনা করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। মেয়র তাপসের প্রতি ইঙ্গিত করে ভিপি নুর বলেছেন, ‘সরকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বি’দ্বে’ষ তৈরি করছে।
আলেম-ওলামাদের কাঠ মোল্লা, জ’ঙ্গি, জামা’য়াত-শিবি’র বলে নানা ভাষায় গা’লি দিচ্ছে। আমরা দেখি এই নগরের বিনা ভোটের মেয়র (ডিএসসিসি মেয়র শেখ তাপসের প্রতি ইঙ্গিত করে) আলেম-ওলামাদের কটা’ক্ষ করে বলেন,
‘তোমাদের বাপ-মা পি’টা’ইয়া মাদরাসায় পা’ঠাইছে তাই তোমরা আলেম হইছো। আমি ঘরে বসে আলিফ, বা, তা, ছা শিখে অনেক শিক্ষিত হয়েছি’। আমি বলবো- তুমি জালেমে পরিণত হয়েছো। আজকে আলেমদের বি’রু’দ্ধে তোমরা অবস্থান নিয়েছো।’
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্র’তিবা’দে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, ‘অনুমতি ছাড়া সভা-সমাবেশ নি’ষি’দ্ধ করেছে ডিএমপি।
আমরা ডিএমপির কোনও অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি। আমরা কোনো প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধা’রি না।’ তিনি বলেন, ‘সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে।
সেই অধিকার ভোটারবিহীন সরকার কেড়ে নেয়ার কে? তাই আমি সকল রাজনৈতিক দলকে বলব, সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনও অনুমতি নেবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করবো আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈ’রাচা’রকে প্রশ্রয় দিচ্ছেন।’
বর্তমান সরকার ক্ষমতা হা’রা’নোর ভ’য়ে ভী’ত-স’ন্ত্র’স্ত ও আ’তঙ্কি’ত বলেও মন্তব্য করেন ভিপি নুর। বলেন, ‘ডান-বাম সকল রাজনৈতিক সংগঠনের ভাইদেরকে বলবো, এই সরকার ভী’ত-স’ন্ত্র’স্ত ও ক্ষমতা হা’রা’নোর ভ’য়ে আ’ত’ঙ্কি’ত। তাই তারা আজকে জনগণের মিটিংকেও নিয়ন্ত্রণ করতে চায়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুরানো স্বৈ’রাচা’র এরশাদের সাথে মিলিত হয়ে মহাস্বৈরাচারে পরিণত হয়েছে। সরকার এখন বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুঁ’সে উঠেছে। তাই তারা বে’পরো’য়া হয়ে গেছে। এই বায়তুল মোকাররমে আলেম-ওলামাদের ওপর কিভাবে হা’ম’লা চালিয়েছে।
ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম-ওলামাদের হাত ধরে তওবা করে, গুনাহর পথ থেকে ফিরে আসে। কিন্তু এ সরকার আজকে ‘ভাস্কর্য নাটক’ তৈরি করে সারা বাংলাদেশে আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘এদেশের সকল অসম্প্রদায়িক জনগণকে বলবো,
ভোটারবিহীন অবৈধ স্বৈ’রাচা’র সরকারের ফাঁ’দে পা দেয়া যাবে না। তারা বিভিন্ন সময়ে ‘জ”ঙ্গি নাটক’ সাজিয়ে পশ্চিমাদের সাহায্য নেয়ার চেষ্টা করেছে। পশ্চিমাদের বুঝিয়েছে এদেশে উ’গ্র ইসলামবাদ আছে। সেজন্য বিভিন্ন জ”ঙ্গি অ’পারেশ’নের নাট’ক সাজিয়েছে।’
নুর বলেন, ‘ইউরোপ, আমেরিকা যখন এই সরকারকে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনার জন্য চা’প দিয়েছে, তখন এই পশ্চিমাদের দেখানোর জন্য ‘ভাস্কর্য নাটক’ তৈরি করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী পান্ডাদের মাঠে নামিয়ে দেয়া হয়েছে।’ আলেম-ওলামাদের উদ্দেশ্যে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আজকে আলেম ওলামাদের বলতে চাই, আপনারা সরকারের ফাঁ’দে পা দিবেন না।
আপনারা যেভাবে ধর্মীয় ইস্যুতে মাঠে নামেন ঠিক একইভাবে মানুষের ওপর যে জুলুম চলছে তার বি’রু’দ্ধে জিহাদ করেন। শুধুমাত্র ভাস্কর্য ও শিক্ষানীতির দু-একটা বিষয় নিয়ে কথা বললে হবে না। সমাজের মানুষের সুন্দর জীবন যাপনের জন্য সকল বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট মতামত থাকতে হবে।’ নুরুল হক নূর বলেন, ‘আজকে দেশের জনগণকে বলবো, মুক্তিযু’দ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের যে তা’রুণ্যের ঐক্য সৃষ্টি হয়েছে তাকে সমর্থন দিন। আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ সারা দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই আমাদের রাজনৈতিক দল “গণ অধিকার পরিষদ” আ’ত্মপ্রকাশ করবে।’ ডাকসু হা’ম’লার এক বছর উপলক্ষে ‘বিচারহীনতার বি’রু’দ্ধে কালো পতাকা মিছিল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বি’ক্ষো’ভ মিছিল শুরু হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর বি’ক্ষো’ভ মিছিল নিয়ে শাহবাগ হয়ে পল্টন মোড়ে এসে অ’বস্থান নেন। এ সময় তারা প্রায় আধা ঘণ্টা সড়ক অ’বরো’ধ করে রাখেন।