ইলিয়াস কাঞ্চনের জন্ম’দিন আজ (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্যদের কেক কে’টে জন্ম’দিন পালন না করার অনুরোধ করেছেন তিনি।
বরং জন্ম’দিনে কেক না কে’টে ওই টাকায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করতে বললেন ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার ৬৪ তম জন্ম’দিনে আগ মুহূর্তে নিজের ফেসবুক থেকে লাইভে এসে ইলিয়াস কাঞ্চন জানান, তার এবারের জন্ম’দিন বাসায় কাটবে।
বিশেষ কোনো আয়োজন থাকছে না। তবে ভক্ত অনুরাগী এবং নিজের সংগঠনের সদস্যদের অনুরোধ জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, প্রতি বছর যারা কেক কে’টে আমা’র জন্ম’দিন উদযাপন করেন তাদের প্রতি আমা’র অনুরোধ থাকবে, এবার যেন আমা’র জন্ম’দিনে কেউ কেক কাটবেন না।
তিনি বলেন, যে টাকা খরচ করে কেক কাটবেন সেই টাকা দিয়ে মাস্ক বিতরণ করুন এবং সম্ভব হলে দু-একটা যা সম্ভব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করুন। তাহলে আমা’র জন্ম সার্থক এবং সবচেয়ে আনন্দিত ও খুশি হবে।