Breaking News
Home / বিনোদন / এবার যে কারণে প্রেমিক টাইগার শ্রফকে বাদ দিলেন দিশা পা’টানি!

এবার যে কারণে প্রেমিক টাইগার শ্রফকে বাদ দিলেন দিশা পা’টানি!

Advertisement

টাইগার শ্রফের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিশা পাটানি। প্রেম ই’স্যুতে এ’কাধি’কবার খবরের শিরো’নাম হয়েছেন তারা। এবার নাকি টাইগা’র শ্রফকে বাদ দিয়ে’ছেন দিশা পা’টানি।

Advertisement

তবে নিজে’র জীবন থেকে নয়, ফিট অভি’নেতা’র তালি’কা থেকে বাদ দি’ছেন শ্রফকে। বিষয়টি’ হলো- বলিউড অভি’নেতা অনিল কাপুরের জন্মদিন ছিল বৃহস্পতি’বার (২৪ ডিসেম্বর)।

অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নি’জের ইনস্টা’গ্রাম স্টোরিতে একটি ছবি শে’য়ার করেছে’ন দিশা। ক্যা’পশনে লিখেছেন, হ্যাপি বার্থডে’ মাই ‘ফিটেস্ট কো-স্টার’। ছবিতে ব্লু শর্ট ড্রেসে দেখা গেছে দিশা’কে।

তিনি ধরে আছেন অ’নিল কাপু’রের হাত। হাসতে হা’সতে সামনে এগিয়ে যা’চ্ছেন তারা। জানা গেছে, ‘মলং’ সিনেমার প্রচা’রের সময় তোলা সিনেমাটি।

বলিউডে ফিট অভিনে’তাদের তালি’কায় প্রথম দিকে রয়ে’ছে টাইগার শ্রফের নাম। কিন্তু ‘ফিটেস্ট কো-স্টার’-এর খেতাব শ্র’ফকে না দিয়ে অনিল’ কাপুরকে দিলেন দিশা। ৬৪ বছরের এ অভিনে’তাকেই সব’চেয়ে ফিট বলে মনে করেন ২৮ বছরে’র দিশা।

Advertisement

Check Also

গভীর রাতে বোনের পরিচয় দিয়েও রেহাই পায়নি কারিনা

Advertisement কারিনা কাপুর খান এখন শুধু বলিউড স্টার পরিচয়ের মাঝে থেমে নেই। নবাব পরিবারের পুত্রবধূ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *