সুপারস্টার রজনীকান্ত হাসপাতা’লে ভর্তি

ভারতের তামিল সুপা’রস্টার রজনীকান্তকে শুক্রবার সকালে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। উচ্চ রক্তচাপজনিত সম’স্যার কারণে রজনীকা’ন্তকে অ্যা’পোলো হাসপাতা’লে ভর্তি করা হয়েছে বলে জা’নিয়েছে ভারতীয় সং’বাদ মা’ধ্যম হি’ন্দুস্তান টাই’মস।
এদিকে হাসপা’তা’ল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ১০ দিন ধরে হায়দ্রা’বাদে একটি ছবির শু’টিং কর’ছিলেন। সেখা’নে সেটের ক’য়েকজন ক’রোনা আ’ক্রান্ত হওয়ায় আপাতত শুটিং বন্ধ। পরে ২২ ডিসেম্বর রজ’নীকান্তের করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগে’টিভ এসেছে।
তখন থেকে তিনি আই’সোলে’শনে ছিলেন। রজনীকান্তের শরীরে করো’নার কোনো উ’পসর্গ নেই জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, র’ক্তচা’পের ও’ঠানামা করার কা’রণেই ‘তাকে হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই অ’ভি’নেতার বর্ত’মান শা’রীরিক অ’বস্থা স্থি’তিশীল।
উল্লেখ্য, শি’গগির রা’জনীতিতে যোগ দি’তে যাচ্ছেন র’জনীকান্ত। আগামী বছরের জানুয়ারিতে নিজের রাজনৈ’তিক দল গ’ঠনের ঘো’ষণাও দি’য়েছেন এ অ’ভি’নেতা। এ বি’ষয়ে আগামী ৩১ ডি’সেম্বর আনুষ্ঠা’নিক ঘোষণা ‘দেয়ার কথা রয়েছে।