বিএনপির পক্ষ থেকে নতুন ঘোষণা দিলেন মির্জা ফখরুল

বছরের শুরুতেই দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দ্রব্যমূল্যের দাম বৃ’দ্ধির প্র’তি’বাদে ৭ জানুয়ারি সারা দেশে থা’না পর্যায়ে মান’ববন্ধন করবে।
এছাড়া নিবাচন কমিশনের প’দত্যা’গের দাবিতে ১০ জানুয়ারিসারা দেশে পৌরসভা এবং মহানগরে মা’নব’বন্ধন করবে দলটি।শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত হয়।
রবিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। তিনি বলেন, চালের দাম বেড়েছে। ডাল, তেলের দাম বেড়েছে,
শাক-সবজির দাম বেড়েছে। এটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দ্রব্য’মূল্যের অ’স্বাভা’বিক বৃদ্ধির প্র’তি’দে ৭ জানুয়ারি সারা দেশে থা’না পর্যায়ে
মানববন্ধন করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই দাবিও আমাদের কর্মসূচিতে থাকবে।