প্রবাসীদের নিয়ে এইমাত্র যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রবাসীদের দ’ক্ষতা বাড়াতে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কে’ন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রবাসীদের নিরাপত্তায় নানা পদ’ক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্র’ধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রবাসীদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের বিষয়ে কথা
বলেন প্রধানমন্ত্রী। বিদেশগামীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সারাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি আমরা। সেখানে আপনারা বিদেশ যেতে নিব’ন্ধন করতে পারবেন।
আর এই নিবন্ধনের মাধ্যমে যেখানে কর্মসংস্থানের সুযোগ হয় সেখানেই পাঠানো হয়। কাজেই সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনারা কারও প্র’রোচ’নায় বিদেশ গিয়ে যদি বিপদে পড়েন তাহলে সেটা নিজের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর।”
এ সময় অ’ভিবা’স’নের জ’ড়িতদে’র আরও দা’য়িত্ব’শীল হওয়ার পাশাপাশি বিদেশগামীদের দা’লা’লের খ’প্প’রে না পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিদেশ থেকে পা’ঠা’নো অর্থ প্রবাসীদের কল্যাণে আগে ব্য’য় হতো না উল্লেখ করে প্র’ধা’নমন্ত্রী জানান, বর্তমান সরকার প্র’বাসী’দের ক’ল্যাণ ফা’ন্ডের অর্থ প্রবা’সী’দের কল্যাণেই ব্যয় করছে। এছাড়া করোনায় যারা মা’রা গেছেন তাদেরও আ’র্থি’ক সহায়তা দিতে আলাদা ফা’ন্ড রাখা হয়েছে বলেও জানান তিনি।