বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। যিনি লাখো নারীর স্বপ্নের পুরুষ। রোম্যান্টিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি জয় করেছেন কোটি ভক্তের মন। কবে বিয়ে করছেন এই তরুণ অভিনেতা, এই প্রশ্ন অনেকের মনেই।
এদিকে বরুণ ধাওয়ান জানিয়েছেন, তিনি এ বছরই বিয়ে করতে পারেন। ফিল্মফেয়ার সাময়িকীকে দেয়ার এক সাক্ষাৎকারে এ নিয়ে বিস্তারিত কথা বলেন ‘কুলি নম্বর ওয়ান’ তারকা।
বেশ কয়েক বছর ধরে ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে প্রেম করছেন বরুণ। ছোটবেলায় পরিচয় হয়েছিল তাদের। ফিল্মফেয়ার সাময়িকীকে দেয়া ওই সাক্ষাৎকারে বরুণ বলেন, সবাই আমার বিয়ে নিয়ে কথা বলছে গত দুই বছর ধরে।
এখনো কিছু ঠিক হয়নি। করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই এখন অনিশ্চয়তা চলছে। সব ঠিক হয়ে এলে হয়তো এই বছরই বিয়েটা করে ফেলতে পারি। আমি বোঝাতে চাচ্ছি… আমি শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।
কিন্তু আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। এর আগে বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছিলেন, করোনার কারণে আলিয়া ভাটের সঙ্গে তার বিয়ের পরিকল্পনা পিছিয়ে গেছে।