এবার মায়ের স্বামীর উপর ক্ষেপে গেলেন শ্রাবন্তী পুত্র

রোশন সিংয়ের সঙ্গে কলকাতার চিত্রনায়িকা শ্রাব’ন্তীর সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। তাদের স’ম্পর্কটা এতটাই খা’রাপ হয়েছে যে, একে অ’পরকে সামাজিক মাধ্যম’গুলোতে আনফলো করে রেখেছেন।
ঠিক এমন সময়ে মায়ের স্বামীর ওপর ক্ষোভ প্রকাশ করলেন শ্রাবন্তীপুত্র অ’ভিমন্যু চট্টোপা’ধ্যায়। তবে এই ক্ষোভ প্র’কাশ একটু অন্যরকম ভাবে জানালেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীপুত্র লেখেন, পৃথিবীতে এমন কিছু মা’থামোটা বডিবিল্ডার রয়েছেন, যাদের দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলেন যে, মগজের জন্য আর কিছু বেঁচে থাকে না।
বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কথাই বলতে পারেন না। কারণ, তাদের সেই শিক্ষা নেই। শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার। সম্প্রতি তিনি নিজে একটি জিমের মালিকও হয়েছে।
সামাজিক মাধ্যমে নিজের সুঠাম দেহের ছবি প্রায়শই পোস্ট করেন তিনি। সোমবার (১১ জানুয়ারি) তেমন একটি ছবি দেওয়ার পর তাকে ঘায়েল করতে অ’ভিমন্যু এমন তিক্তবাক্য বলেছেন বলে দাবি অনেকের।
নির্মাতা রাজীব বিশ্বা’সকে বিয়ে করেছি’লেন শ্রাবন্তী। তা’দেরই ছে’লে অ’ভিম’ন্যু। দী’র্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনু’ষ্ঠা’নিকভাবে বি;চ্ছেদ হয় রাজীব-শ্রাবন্তীর। সেবছরই মডেল কি’ষাণ বিরা’জের সঙ্গে আই’নি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী।
বছর ঘুরতে না ঘুর’তেই ভেঙে যায় সেই বিয়েও। ২০১৯-এর শুরু থেকেই রো’শন-শ্রাব’ন্তীর প্রে’মের গু’ঞ্জন দানা বাঁধ’তে থাকে। এর’পর চুপি’সারে পাঞ্জা’বে গিয়ে বি’য়ের পর্ব সেরে নেন দু’জনেই। এবার এই সংসা’রেও ভাঙ’নের সুর।