‘মিঠুনদা নাচুন না’, ঘ্যান ঘ্যানে রাজি হয়ে গেলেন অভিনেতা!

আসছেন ‘মিঠুনদা’! ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২১’-এর দিকে তাকিয়ে রয়েছেন বাংলার দর্শক। নাচবেন ‘মিঠুনদা’, কথা বলবেন ‘মিঠুনদা’, মঞ্চ মাতাবেন ‘মিঠুনদা’! অনুষ্ঠানের অ’ভিনব প্রচারে মুগ্ধ জনতা। ‘স্টার জলসা’ প্রোফাইল থেকে নতুন ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হল নেট-মাধ্যমে।
‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২১’-এ সঞ্চালনার দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে অনেক ঘ্যান ঘ্যান সহ্য করতে হয়েছে বলে জানালেন মিঠুন চক্রবর্তী। বির’ক্ত তিনি। বললেন, ‘‘আরে কোত্থেকে করব? ৩৬৫ দিনের এক দিনও খালি নেই। পাগল হয়ে যাচ্ছি। ডেট নেই, মানে ডেট নেই!’’ চিৎকার করে ঘোষণা করে দিলেন অ’ভিনেতা।
ভিডিয়োর শুরুর দিকে তাঁর বির’ক্তি দেখে ঘাবড়ে যেতে পারেন দর্শক। তবে ক্লাইম্যাক্স আসতেই বদলে যাব’ে চিত্র। একটি মাত্র ফোন। ‘ক্রিং ক্রিং’! ব্যস, গলার স্বর বদলে গেল ‘মিঠুনদা’-র। ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২১’-এর ক’র্তৃপক্ষের ফোন বলে কথা! মিন মিন করে জানিয়ে দিলেন, ‘‘কে বলেছে আমা’র ডেট নেই? ওরা আমা’র শত্রু! ৩৬৫ দিন চাইলে ৩৬৫ দিন দিয়ে দেব।’’
কী হল তবে? না না, অনিচ্ছায় নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় সঞ্চালনা করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। প্রথমে ও সব একটু বলতে হয় আর কী! আর তাই ফোন রাখার পরে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, ‘‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড বলে কথা! এ কি আর ছাড়া যায় বলুন তো?’’