নতুন বউকে বরণ করতে ‘টুম্পা সোনা’ গানে তু-মুল নাচ করলেন শাশুড়ি, ভাইরাল হলো ভিডিও!

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল গান রেস্ট ইন প্রেম ওয়েব সিরিজের ‘টুম্পা সোনা’।বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক সব জায়গাতেই এই গান বাজতে শোনা গেছে গত বছরের শেষ দিক থেকে।
প্রায় বেশ কয়েক মাস কে-টে যাবার পরও এখনো সমান তালে জনপ্রিয় এই গান। ইতিমধ্যেই টুম্পা সোনা গানের বিপরীত হিসেবে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘ঘণ্টা সোনা’।তবে টুম্পার জায়গা কেউ নিতে পারেনি।
এমতাবস্থায় দিন কয়েক আগে আবারও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝ-ড় তু-ললো এই গানে। ভিডিওটি নববধূকে বরণ করার সময় তার শাশুড়ির নাচের। ভাইরাল ভিডিওটিতে তে দেখা যাচ্ছে যে,
ছেলে এবং নববধূকে বরণ করতে গিয়ে হঠাৎ করে বরণডালা হাতে নিয়ে টুম্পা সোনা গানে উদোম নাচ শুরু করে দেন শাশুড়ি। বরণের সময় সামনে অনেক আত্মীয় এবং বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
অনেকেই এই মজাদার এবং স্মৃতিমধুর মুহূর্তের ভিডিও করতে লেগে পড়েন। ফলস্বরূপ তাদেরই কারোর দৌলতে ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। আপাতত লক্ষাধিকেরও বেশি মানুষ এই ভিডিওটিকে দেখে ফেলেছেন। চাইলে আপনিও দেরি না করে দেখে আসতে পারেন ভাইরাল ভিডিওটি।