Breaking News
Home / অন্যান্য / নতুন বউকে কোলে তুলতে গিয়ে হলো বি-পত্তি, সারা বিয়েবাড়ি হইহই রব, তু-মুল গতিতে ভাইরাল ভিডিও

নতুন বউকে কোলে তুলতে গিয়ে হলো বি-পত্তি, সারা বিয়েবাড়ি হইহই রব, তু-মুল গতিতে ভাইরাল ভিডিও

Advertisement

না জানি কত কত অবাক করার মতন ঘটনার সাক্ষী আমাদের এই সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন সময় দেখে থাকি যা আমাদের কখনো কখনো অবাক করে তোলে ।

Advertisement

তার পাশাপাশি করে তোলে হতভম্ভো এবং বিস্মিত। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা যেমন আদিবাসী সম্প্রদায়ের চাঁদ মনিকে উঠে আসে দেখা যায় তেমনই ঠিক দেখা যায় রানাঘাটের স্টেশন চত্বরে গান গাওয়া রানু মন্ডল কে।

যিনি রাতা-রাতি হয়ে গিয়েছিলেন স্টার তবে আজকে কোন রানাঘাটের রানু মন্ডল বা আদিবাসী সম্প্রদায় চাঁদনীর কথা বলতে আসিনি । বলতে এসেছে এক ধরনের বি-রল ঘটনা যা শুনলে আপনিও অবাক হবেন তার পাশাপাশি শিউরে উঠবেন ।

বর্তমান যুগে সামান্য ক্লান্তি দূর করতে আমরা মুখ গু-জেছি সোশ্যাল মিডিয়াতে । অর্থাৎ আমরা যত দিন যাচ্ছে ততই যেন নির্ভ-রশীল হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়ার উপর ।

এক মুহূর্ত চলতে পারছি না সোশ্যাল মিডিয়া ছাড়া কাজেই জীবনের প্রতিটা আনন্দ সুখ-দুঃখ রাগ অভি-মান সমস্ত কিছু খুঁজে নিতে চাই সোশ্যাল মিডিয়ার মধ্যে । সে সমস্ত দিক থেকে সোশ্যাল মিডিয়া ও আমাদেরকে নিরাশ করে না ।

সাধারণত বিয়ে হল এমন এক ধরনের অঙ্গীকার যেখানে সারা জীবনে প্রশ্ন জড়িয়ে থাকে । কাজেই নিজের পাশাপাশি যদি অন্যের বাড়ির ছেলে বা মেয়ের দায়িত্ব নিতে না সক্ষম হও তাহলে বিয়ে না করাই ভালো ।

কিন্তু কোন কারণে যদি নিজের ক্ষমতার থেকে বেশি পরিমাণে ক্ষম-তার যুক্ত বউ হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে বিপদ আসতে পারে যেমনটা দেখানো হয়েছে এই ভিডিওতে।

সম্প্রতি ফেসবুক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বউকে কোলে তুলেতে গেছে তার স্বামী । কিন্তু স্বামীর ওজন স্ত্রীর তুলনায় অনেকাংশে কম । অর্থাৎ স্ত্রী যথেষ্ট পরিমাণে মোটা এবং স্বামী যথেষ্ট পরিমাণে রোগা । কাজেই এই অবস্থায় ঝুঁ-কি নিয়ে স্ত্রীকে তুলতে গিয়ে ঘটলো বি-পত্তি । একদম হুমড়ি খেয়ে স্ত্রী সমেত মাটিতে পড়ে গেল বর । মুহু-র্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ও ভিডিওটি ঘিরে এসেছে প্রচুর হাস্য-কর মন্তব্য । তার পাশাপাশি এসেছে প্রচুর ভিউস ।

Advertisement

Check Also

সমুদ্রের ধারে বড় মাছের গর্ত থেকে মাছ বেরোতেই ট’পাট’প মু’খে পু’রে নিচ্ছে বড় কচ্ছপ, তু-মু’ল ভাইরাল ভিডিও!

Advertisement সংগ্রামশীল এই জীবনে আমাদেরকে প্রতিনিয়ত কিছু না কিছু উপলব্ধি করতে শেখায় । শেখায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *