ছাগলের গ’র্ভে ৩টি মহিষের বাচ্চা, দেখতে ডাক্তা’রের বাড়িতে এলাকাবাসীর ভিড়

পাবনার ঈশ্ব’রদীতে ছাগলের গ’র্ভে মহি’ষের বা’চ্চা প্রস’বে’র খবর চাউর হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর জয়নগর ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে।
ছাগলের গ’’র্ভ থেকে মহিষের ৩টি বাচ্চা প্রস’বে’র খবর চা’উর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আ’লোড়ন সৃষ্টি হয়। লোকজন ভিড় জমিয়েছে বুলবুল ডাক্তারের বাড়িতে।
সরেজমিনে দেখা যায়, ছাগলের প্র’সবকৃ’ত বা’চ্চা তিনটির মুখ’মণ্ডল ও পা মহিষে’র আ’কৃতির। তবে মহিষের প্রস’বকৃ’ত বা’চ্চা হয় বড়। আর এই বাচ্চা’গুলো ছোট। তবে অবিকল মহি’ষের মতো।
এ খবর লেখা পর্যন্ত তিনটি বাচ্চা জী’বি’ত থাকলেও শারী’রিক’ভাবে দু’র্বল। মা ছাগল বাচ্চাদের গা চে’টে দুর্বলতা কা’টানোর চেষ্টা করছে। যদি বাচ্চাগুলো জী’বিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।