সেদিন শাহরুখকে কষিয়ে একটা চড় মা’রতে চেয়েছিলেন জয়া বচ্চন !

শাহরুখ খানকে সেদিন কষিয়ে একটা চড় মা’রতে চেয়েছিলাম। নিজের সেদিনকার বির’ক্তি এভাবেই প্রকাশ করলেন অমিতাভ জায়া জয়া বচ্চন। এমনিতেই বদরাগী হিসেবে জয়া বচ্চন যথেষ্ট পরিচিত বলিউড মহলে।
প্রায় সবসময়েই তার মেজাজ স’প্ত মে থাকে বলে খবর। জয়া জানান, ২০০৮ সালে ক্যাটরিনার জন্ম’দিনের পার্টি ছিল। সেখানে অ’তিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান ও শাহরুখ।
সেখানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে কিছু মন্তব্য করেছিলেন শাহরুখ। এই প্রস’ঙ্গে জয়া বচ্চন বলেন, ওই অনুষ্ঠানটি যদি তখন আমা’র বাড়িতে ‘হত তাহলে আমি শাহরুখকে চড় মা’রতাম। ঠিক যেমনটা আমি আমা’র ছে’লের ক্ষেত্রেও করতাম।