হঠাৎ পুরুষের মতো আচরন করছেন সাবিলা নূর! (ভিডিও)

দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। যিনি অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শকদের হৃদয়। এছাড়া গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাকে শুভেচ্ছা ভরিয়ে দেন ভক্ত-অনুরাগীরা।
এদিকে বর্তমানে করো’নার পরে শুরু হয়েছে নিউ নরমাল লাইফ। আর সেই জীবনের সঙ্গে তাল মিলিয়ে সবার সঙ্গে চলছে সাবিলা নূরও। করো’নার সচেতন থেকে অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকেও। আর প্রতিটি নাটকই পেয়েছে দর্শকপ্রিয়তা। প্রতিটি নাটকেই নিজের নতুনভাবে মেলে ধরেছেন অভিনেত্রী।
এবার তারই ধারাবাহিকতায় ‘এক্সচেঞ্জ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন সাবলি নূর। রুবেল হাসান পরিচালিত এ নাটকে অপূর্বর বিপরীতে কাজ করেছেন সাবিলা। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুরুষের মতো আচরন করছেন সাবিলা নূর।
এর আচরণ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, এটাই তো চমক৷ পুরো চমক দেখতে আর মাত্র এক দিন অপেক্ষা করতে হবে। ট্রেলার দেখে নিশ্চয়ই সবাই বুঝেছেন ‘এক্সচেঞ্জ’ কেন নাটকের নাম। এখানে আমাকে ও অপূর্ব ভাইকে বিপরীতমুখি চরিত্রে দেখা যাবে।
বাকিটা বলতে চাই না এখন। এদিকে এ অভিনেত্রী জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’ এ অভিনয় করছেন। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকে এরইমধ্যে সাবিলার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।ভিডিওটি দেখতে ক্লিক করুন