হরতা’লে যেখানেই বাধা, সেখানেই প্রতিহত করা হবে: মামুনুল হক

নেতাকর্মীদের ওপর হা’ম’লার অ’ভিযোগ এনে রাজধানীসহ সারাদেশে বি’ক্ষো’ভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ই’স’লা’ম।আজ শনিবার (২৭ মা’র্চ) সকালে জাতীয় ম’স’জিদ বায়তুল মোকাররম, উত্তরা এবং যাত্রাবাড়ী এলাকায় কর্মসূচি পালন করেন হেফাজতের নেতাকর্মীরা।
মামুনুল হক বলেন, আগামীকালের (রোববার ২৮ মা’র্চ) হরতাল কর্মসূচিসহ তাদের কর্মসূচিতে যেখানেই বাধা দেয়া হবে, সেখানেই প্রতিহত করা হবে।
নেতাকর্মীদের ওপর হা’ম’লার অ’ভিযোগে শনিবার দুপুর ১২টায় হেফাজতে ই’স’লা’মের পূর্বনির্ধারিত বি’ক্ষো’ভ কর্মসূচি করছে জাতীয় ম’স’জিদ বায়তুল মোকাররমে। সেই কর্মসূচিতে যোগ দিতে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জড়ো হন।
বি’ক্ষো’ভ কর্মসূচিতে নেতারা বলেন, রোববারের হরতা’লে বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাজধানীর উত্তরাতেও বি’ক্ষো’ভ কর্মসূচি পালন করেন হেফাজত নেতাকর্মীরা।
উত্তরা পলওয়েল মা’র্কে’টের সামনে জড়ো হয়ে বি’ক্ষো’ভ করেন তারা। এ সময় হেফাজতের ডা’কা হরতালকে সফল করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয় বি’ক্ষো’ভ কর্মসূচি থেকে। রাজধানীর যাত্রাবাড়ীতে এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এদিকে হেফাজতের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।