সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাং’লাদেশের (একাংশের) সভাপতি মুফতি মুহা’ম্মদ ও”য়াক্কাস-এর ই”ন্তে”কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল
করীম, নায়েবে আ’মীর মুফতী ফয়জুল করীম ও মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ‘গভীর শো’ক প্রকাশ করে ম’রহুমের আত্মার মাগফিরাত কা’মনা করেছেন।
আজ এক বিবৃতিতে পীর সাহেব ‘চ”রমোনাই বলেন, মুফতী ওয়াক্কাস একজন বি’দগ্ধ শায়খুল হাদিস ও শিক্ষাবিদ ছিলেন। রা’জনৈতিক বর্ণাঢ্য জীবনের অধিকারী মুফতী মুহাম্মদ ও’য়াক্কাসের ইন্তেকালে দেশবাসী একজন
বরেণ্য আলেমেদীনও রা’জনীতিবিদকে হারালো। তিনি দীন ও ইসলামের ব’হুমুখি খে’দমত আ’ঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামীনের ম’রহুমের সকল নেককাজকে কবুল করে জান্নাতের উচুঁ মাকাম দান করুন, আমীন।
সেইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবর এখতিয়ার করার তওফিক দিন, আমীন। পৃথক পৃথক বিবৃতিতে গভীর শো’ক প্রকাশ এবং ম’র’হুমের রূ’হের মা’গফিরাত কামনা
করেছেন ইসলামী আ’ন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারি মহা’সচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফ’জলে বারী মাসউদ,
জাতীয় ওলামা মাশায়েখ আ’ইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সা’ধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ই’সলামী শ্রমিক আন্দোলনের
কেন্দ্রীয় সভাপতি অ’ধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় তাফসীর পরি’ষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।