Breaking News
Home / বিনোদন / দারুন গলায় স্টেজে জনপ্রিয় গান গাইতে গাইতে তু-মু’ল নাচ অভিনেত্রী শ্রাবন্তীর, ভাইরাল ভিডিও!

দারুন গলায় স্টেজে জনপ্রিয় গান গাইতে গাইতে তু-মু’ল নাচ অভিনেত্রী শ্রাবন্তীর, ভাইরাল ভিডিও!

Advertisement

স্বাভাবিক অবস্থায় শ্রাবন্তী আবার । মাইক হাতে স্টেজ কাপালেন তিনি । পরপর দুটি বিয়ে ভে-ঙে যা-ওয়ার পর এই নিয়ে তৃতীয় বিয়ে এবং তৃতীয় বিয়ে করে সুখে স্বাচ্ছন্দে জীবন চলবে এমন টাই আশা করেছিলেন তিনি।

Advertisement

তবে তেমন টা আর হলো কই ? সেই সম্পর্কের উপরেও ঘ-নী-ভূ-ত হতে থাকলো বি-চ্ছেদের মে-ঘ । সম্প্রতি তেমনি শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নিয়ে । আমি কার নিয়ে কথা বলছি তাই ইতিমধ্যে প্রত্যেকে আন্দাজ করে নিয়েছেন।

আমি বাংলা অভিনয় জগতে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী আর রোশন সিং এর সম্পর্ক নিয়ে কথা বলতে চলেছি মুহূর্তে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই যে খবরটি সবার প্রথমে আমাদের নজরে আসে সেটি আর শ্রাবন্তী এবং রোশনের তৃতীয় সম্পর্ক ।

সেই সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে যে দ্বিতীয়বার বি-য়ে ভা-ঙার পর তৃতীয় সম্পর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী । অবশেষে সেই সম্পর্কের নাকি ধরেছে ভা-ঙ্গন। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ অভিনেত্রী ।

তবে তার স্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দুর্গাপুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তারা একসাথে থাকেন না । আর তারপর থেকে শুরু হয়েছে ব্যা-পক জ-ল্পনা । এমনকি বিভিন্ন ক-টুক্তি ধে-য়ে আ-সছে শ্রাবন্তীর দিকে যার ফলে তিনি এর আগেই তার ইনস্টাগ্রাম এর কমেন্ট সেকশন প্রাইভেট করে দিয়েছিলেন।

কিন্তু অব্যাহত থেকেছে তাদের সোশ্যাল মিডিয়ার যু-দ্ধ । একে অপরকে নাম না করে পরোক্ষভাবে দো-ষা-রোপ করে চলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । কখনো রোশন তো শ্রাবন্তী ।

বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছেন একে অপরের ভুল ত্রু-টি । যাকে ঘিরে স-মা-লো-চকরা সৃষ্টি করছে বিভিন্ন ধরনের ট্রো-ল বা ক-টুক্তি । কিন্তু সে সমস্ত কিছু ভুলে শ্রাবন্তী আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এমনটা বলা যেতেই পারে ।

কারণ সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা গেছে মাইক হাতে নিয়ে স্টেজ এর মধ্যে দাঁড়িয়ে অনুগামীদের উদ্দেশ্যে গান আর নাচ করলেন । তার যে এই গুণ ছিল সেটা এর আগে কেউ জানত না।

খড়্গপুরে এরকম ভাবেই স্টেজ কাপালেন বাংলার গ্ল্যামার কুইন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বয়স বাড়ার সাথে সাথে বয়সের ছাপ যেন পড়েনি তার শরীরে ।এখনো ঠিকরে পড়ছে তার গ্ল্যামার এই মুহূর্তে টে-ক্কা দি-তে পারে নতুন প্রজন্মের যেকোনো ধরনের অভিনেত্রীকে ।

Advertisement

Check Also

আমার কোনও ইগো নেই, আমার কাছে সব মানুষ সমান: সানি

Advertisement কিছু বছর অভিনয়ের পর বহু অভিনেতা-অভিনেত্রীই পা বাড়ান প্রযোজনার দিকে। সেই পথেই এবার এগোতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *