শাহরুখকে কেন বিয়ে করেননি কাজল?

বলিউডের কিং শাহরুখ খান। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন তিনি। তার জীবনের নানা ঘটনা উল্লেখ করার মতো আছে। আর কাজলের স’ঙ্গে রসায়ন তো সবসময়ই ‘হট কেক’ থাকে।
১৯৯৩ সালে আব্বাস-মাস্তান জুটি পরিচালিত ‘বাজিগার’ ছবিতে একস’ঙ্গে অ’ভিনয়ের মধ্য দিয়ে প্রথম জুটিব’দ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-কাজল। অনেক গু’ঞ্জনই চলছিল তখন।
তবে সব ধরনের গু’ঞ্জন পাশে রেখে শাহরুখ বিয়ে করেন গৌরীকে আর কাজল অজয়কে। কিন্তু অজয়ের স’ঙ্গে দেখা না হলে কী শাহরুখকে বিয়ে করতেন কাজল? ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিংয়ে’ অংশ নিয়েছিলেন কাজল।
সেখানেই এক ভক্তের এমন প্রশ্নের মুখোমুখি ‘হতে হয় বলিউডের এই অ’ভিনেত্রীকে। যার উত্তরে তিনি বলেন, মানুষটি হয়তো আমাকে প্রস্তাব দিয়েছেন।
আরেক ভক্ত এ সময় প্রশ্ন করেন, শাহরুখ খানের স’ঙ্গে আবার কবে অ’ভিনয় করবেন? আরেক ভক্তের এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, শাহরুখকে জিজ্ঞেস করুন। শাহরুখের স’ঙ্গে সম্পর্কটা আসলেই কেমন?
এই প্রশ্নের জবাবে অজয়পত্নী বলেন, ফ্রেন্ডস ফর লাইফ। আসলে শাহরুখকে শুধু বন্ধু হিসেবেই দেখতেন কাজল। তাই তাকে বিয়ে করেননি।
সর্বশেষ ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে কাজ করেন শাহরুখ-কাজল। এরপর এখন পর্যন্ত কোনো ছবিতে দেখা যায়নি এই রোমান্টিক জুটিকে।