মাত্র ১ মিনিটেই সিলিং ফ্যান পরিষ্কার করার যুগান্তকারী পদ্ধতি (ভিডিও)

করো’নার কারণের জন্য সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। ঘর ও বারান্দার পাশাপাশি ঘরের মধ্যে থাকা সিলিং ফ্যান ও পরিষ্কার করা দরকার। ঘরের সিলিং ফ্যানে জমে থাকা ময়লা পরিষ্কার করার তিনটি কার্যকরী উপায় আজকের প্রতিবেদনে বলবো।
এই উপায়গু’লি অবলম্বন করলে খুব সহজেই সিলিং ফ্যানে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাব’ে। সিলিং ফ্যান পরিষ্কার করতে চাইলে প্রথম’দিকে ঝাড়ু দিয়ে ফ্যানের ব্লে’ড বা পাখাগু’লো ভালো করে পরিষ্কার করে নিন।
এরপর সাবান জল দিয়ে দুইহাতে ভালো করে টেনে নিয়ে পরিষ্কার করুন। প্রথম কৌশলটি অবলম্বনে অসুবিধা হলে দ্বিতীয় কৌশলটি অবলম্বন করুন। সিলিং ফ্যান পরিষ্কার করবার জন্য এক্ষেত্রে একটি বালিশের কভার নিন।
এরপর কোনকিছুর সাহায্যে এটিকে ফ্যানের পাখাতে লাগিয়ে দিন। এরপর কভারটি ব্লে’ড এর বাইরে থেকে দুই হাত দিয়ে ভালো করে টেনে নিন। এর ফলে দেখবেন বালিশের কভারের মধ্যেই সমস্ত ময়লা চলে গেছে।
তৃতীয় কৌশল-একটি ব্লে’ডেই বালিশের কভার টি তিনবার করে টানতে থাকুন। এইভাবে প্রতিটি ব্লে’ড বালিশের কভারের মধ্য দিয়ে পরিষ্কার করুন। যদি এই প’দ্ধতিতে ও পরিষ্কার না হয় তাহলে কভারটি সাবান জলে ভিজিয়ে নিয়ে আগের মতো টানুন। এর ফলে দেখবেন পাখা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে।