বি’র’ল ঘটনার সা’ক্ষী রইলো অলিপুরদুয়ার, হ’ত’বা’ক সকলেই

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন কত অদ্ভুত দৃশ্যই না চোখে পড়ে। তবে এবার যে দৃশ্যটি সোশ্যাল সাইটে ধরা পড়েছে তা দেখে হতবাক নেটিজেন। দুই মুখওয়ালা বাছুর প্রসব করেছে একটি গাভী।
ভারতের মতো দেশে গরুকে মাতা হিসেবে গণ্য করা হয়। গো মাতাকে দেবতা হিসেবে পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। সেখানে এরূপ দুই মাথা বিশিষ্ট বাছুর দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ক্ষীরের কোট গ্রামে। ওই গ্রামের বাসিন্দা স্বপন সরকারের বাড়িতেই মঙ্গলবার সকালে দুই মাথা বিশিষ্ট একটি বাছুর জন্মগ্রহণ করেছে।
ঘটনার কথা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ গ্রামে। গ্রামবাসীরা একজোট হয়ে দুই মাথা বিশিষ্ট বাছুর দেখতে ভিড় জমাচ্ছেন স্বপন সরকারের বাড়িতে।
কুসংস্কার বশত অনেকেই আবার দুই মাথা বিশিষ্ট সদ্যোজাত বাছুরটিকে ধুপ ধুনো দিয়ে পুজো করছেন। বিষয়টি সম্পর্কে প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা হলে তারা জানালেন,
জিন গত ত্রুটির কারণে দুই মাথা বিশিষ্ট বাছুর জন্ম নেওয়াটা স্বাভাবিক। এতে তারা কিছু অস্বাভাবিকতা দেখছেন না। তবে এই ধরনের বাছুর জন্মের পর বেশিদিন বাঁচে না বলেই তারা জানাচ্ছেন।