বিয়ের আসরে বরের হাতে তুলে দিলেন একে-৪৭! (ভিডিও)

বিয়ের আসনে সেজেগুজে বসে আছেন নবদম্পতি। অথিতিরা এসে দেখা করছেন এবং নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কিন্তু এমন সময় ঘটে গেল অবাক করা ঘ’টনা।
এক অতিথি এসে বরের হাতে তুলে দিলেন এক-৪৭ রাই’ফে’ল।শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বিয়েবাড়িতে বরের হাতে তুলে দেওয়া হলো এক-৪৭ রা’ইফে’ল। শুনতে অ’বাক লাগলেও এমনই সত্যিই ঘ’টনা ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই’রাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘ’টনা ঘটে’ছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।ভা’ইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাই’ফে’ল।
তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই অবাক হননি। একে-৪৭ ব’ন্দু’কটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উ’ষ্ণ আ’লিঙ্গ’নও করতে দেখা যায় ওই নারীকে।
তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্বপরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভা’ইরাল হয়ে যায়।
নেটিজেনরা অনেকেই এতে অবাক হয়েছেন। কেউ আবার মজাও করেন। তবে বেশির ভাগই এই ঘ’টনার সমালোচনা করেছেন।
Kalashnikov rifle as a wedding present pic.twitter.com/BTTYng5cQL
— Adeel Ahsan (@syedadeelahsan) November 25, 2020