অভিষেক বচ্চন আরাধ্যার বাবা নয়? নাহলে এই নায়ককে কেন বাবা ডেকে ছুটলো ঐশ্বর্য কন্যা?

বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের নামডাক গোটা জগত জুড়ে। বিয়ের আগে ঐশ্বর্যের সঙ্গে অনেক বলি নায়কের নাম শোনা গেলেও ২০০৬ সালে বিগ বি অমিতাভ বচ্চনের পুত্র অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করার পর তার সঙ্গে আর কারোর কিছু শোনা যায়নি।
এর কিছু বছর পরে তাদের কোল আলো করে আসে আরাধ্যা। এরপর সিনেমা জগতে ঐশ্বর্য ফিরে আসেন এবং বর্তমানে স্বামী-মেয়ে নিয়ে জমিয়ে সংসারও করছেন বিশ্বসুন্দরী।
তবে আপনি কি জানেন আরাধ্যা অভিষেক বচ্চনের জায়গায় অন্য একজনকে বাবা ভেবে বসেছিল? আসলে ২০১৬ সালে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির শুটিং সেটে ঘটেছিল এক মজার ঘটনা।
ওই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই।একদিন শুটিং সেটে আরাধ্যা আসে মায়ের শুটিং দেখবে বলে। ওই সময় ওই সিনেমার মুখ্য পুরুষ চরিত্র রণবীর কাপুরকে হঠাৎ বাবা অভিষেক বচ্চন ভেবে তার দিকে দৌড়ে চলে যায় আরাধ্যা।
আসলে রণবীর সেই সময় পুরো অভিষেক বচ্চনের পোশাক পরেছিলেন তাই ছোট্ট আরাধ্যা রণবীরকে বাবা ভেবে ভুল করে ফেলেছিল।তবে নিজের ভুল বুঝতে পেরে সে কিন্তু বেশ লজ্জা পেয়েছিল এবং এরপরে সে রণবীরের কাছে আসতে লজ্জা পেত।
আর মেয়ের এই কান্ড শুনে হো হো করে হেসে উঠে ছিলেন অভিষেক বচ্চন। এই নিয়ে রণবীরকে রাগিয়েও ছিলেন তিনি।