একসাথে বেশ কয়েকটি ভারী চালের বস্তা উঠিয়ে দেওয়া হলো উটের পিঠে, ঘটলো বি-প’ত্তি, ভাইরাল ভিডিও!

আমরা মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার দরুন এমন বেশ কিছু ঘটনা দেখে থাকি যা অবাক করে তোলে আমাদেরকে । তার পাশাপাশি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় সমস্ত খবর তা মুহূর্তের মধ্যে ধরা দেয় এই সোশ্যাল মিডিয়াতে ।
আপনি এমনটা বলতে পারেন সোশ্যাল মিডিয়া সমাজের একটি আয়না ।এখানে যেমন দেশ-বিদেশের ঘটনা জানা যায় ঠিক তেমনি জানাজায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার কথা ।
শুধুমাত্র মানুষ নয় তার পাশাপাশি পশু-পাখি জন্তু-জানোয়ার এর বিভিন্ন ধরনের আদব-কায়দার বা ব্যবহারের ভিডিও বা ছবি ফুটে ওঠে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পশু পাখি বা জন্তু-জানোয়ারের বসবাস ।।
ঠিক তেমনি রাজস্থানের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে সেখানে উট এর প্রচলন দেখতে পাবো । কারন বিস্তীর্ণ মরুভূমিতে যানবাহনের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে উ টের ব্যবহার হয়ে থাকে ।
সেখানে মালবোঝাই থেকে শুরু করে যাত্রী পরিবহন সবেতেই তারা ব্যবহার করে থাকে উট এর ।। ঠিক তেমনই তাদের ওই অঞ্চলে বার্ষিক একটি প্রতিযোগিতা হয়ে থাকে এবং সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
কোনো মানুষ নয় বরং জলজ্যান্ত উট এবং তাদের শরীরের মধ্যে বিপুল পরিমাণে চালের বস্তা চাপিয়ে দেওয়া হয় ও তারপর পরীক্ষা করা হয় যে কে সবথেকে বেশি ওজন তুলতে পারে অর্থাৎ কোন উট সবথেকে বেশি ভারী তুলতে পারে ।
ঠিক তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি উটের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে অনেকগুলি চালের বস্তা । এরপর আশেপাশে থাকা মানুষগুলোই প্রভাবিত করে চলেছে সেই উট টিকে ।
এবং ভিডিওটা একদম শেষ প্রান্তে আপনি দেখতে পাবেন যে সেই অত গুলি চালের বস্তা নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে । যার ফলে সেই উটের মালিকরা আনন্দে আত্মহারা এবং নাচানাচি শুরু করে দিয়েছে ভিডিওটি যেহেতু বিরল ভাইরাল হয়েছে ব্যাপক পরিমাণে ।